স্বরূপনগরে তৃণমূল কর্মীক খুন, গ্রেফতারের সংখ্যা বেড়ে চার

উত্তর ২৪ পরগনা, ১৯ আগস্ট (হি. স.) : ১৫ আগস্ট চড়ুইভাতি করতে যাওয়া মদ্যপ যুবকদের উদ্যম নৃত্য ও সাউন্ড বক্সের বিকট শব্দ সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন তৃণমূল সক্রিয় কর্মী বছর ৬৮ এর গোবিন্দ মন্ডল। ফলে তাঁকে বেধড়ক মারধর করে ওই যুবকদের একাংশ। তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হয়। আক্রান্তের ছেলে তৃণমূলের যুব নেতা সমীরণ মন্ডলকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় শনিবার ভাদুরিয়া গ্রাম থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। স্বরূপনগর থানার পুলিশ তাকে পাঁচদিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট মহকুমা আদালতের কাছে।

বাবা, ছেলে ও মা তিনজনকে গুরুতর জখম অবস্থায় প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়।

মৃতের পরিবার এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে পুলিশ গ্রেফতার করে। তৃণমূল কংগ্রেসের কৈজুরী গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি হাবিবুর ইসলাম গাজী বলেন, বিজেপি, সিপিএম ও নির্দল পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। প্রথম পর্যারে ধৃত তিন অভিযুক্তকে মহকুমা আদালত দশদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্ত করে গোবিন্দ মন্ডলের খুনের পিছনে যার প্রত্যক্ষ মদত ছিল বাড়ির পাশে থাকা স্বপন মন্ডল নামে আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *