গাজোল, ১৯ আগস্ট (হি. স.) : মালদার গাজোলের রানীগঞ্জ এলাকায়এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল ওই যুবক। পরিবারের লোকেরা সারাদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পুকুরের পাশের আম বাগান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে আসে গাজোল গ্রামীণ হাসপাতালে।
এলাকার বাসিন্দারা মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবি দেখে বাড়ির লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করেন। যদিও পরিবারের লোকেদের অভিযোগ স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছে ওই যুবককে। এই মর্মে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তারা।
পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত যুবকের নাম সুধন্য সরকার (২২)। পেশায় মৎস্যজীবী। তবে জানা যাচ্ছে রীতিমতো মাদকাসক্ত ছিল ওই যুবক। তার সঙ্গে যুক্ত ছিল এলাকার আরও বেশ কিছু যুবক। এদিন সুধন্য সরকারের মৃতদেহ উদ্ধারের পর রানীগঞ্জ এলাকার বাসিন্দারা বেশ কয়েকটি মাদকের ঠেকে ভাঙচুর চালান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় রানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়।
এদিকে, ওই যুবকের মৃতদেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। উত্তেজিত জনতা বেশ কয়েকটি মাদকের ঠেকে ব্যাপকভাবে ভাঙচুর চালান। ভাঙচুর চালানো হয় একটি চার চাকার গাড়িতে। ভাঙচুর চালিয়ে গাড়িটিকে উল্টে দেওয়া হয়। এছাড়াও একটি দোকানেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাণীগঞ্জ বাজার সংলগ্ন এলাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোলে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।