বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি আমরা : অমিত শাহ

গ্রেটার নয়ডা, ১৮ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স গ্রুপ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন চারাগাছও রোপণ করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “আমরা যখন একটি গাছ লাগাই, এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি…আমাদের যতটা সম্ভব গাছ লাগাতে হবে এবং কার্বন ডাই অক্সাইডের উৎপাদন কমাতে হবে।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১২ জুলাই সর্বভারতীয় বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বনেতা হয়ে উঠেছে ভারত। দেশের সুরক্ষায় সিআরপিএফ জওয়ানদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *