ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।।
দুই ইভেন্টের জেলা স্কুল ক্রীড়ার আসর আজ। বাধারঘাটের ইন্ডোর হলে জুডো এবং রাইমা সুইমিং পুলে হবে সাঁতার প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯-ওই তিন বিভাগে হবে আসর। আগামীকাল সকালে আসরের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এছাড়া, উপস্থিত থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা এবং যুগ্ম অধিকর্তা পাইমং মগ প্রমুখ।
2023-08-18

