আরারিয়া, ১৮ আগস্ট (হি.স.) : বিহারের আরারিয়া জেলায় সাংবাদিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘর থেকে ডেকে ওই সাংবাদিককে হত্যা করেছে দুষ্কৃতীরা। মৃত সাংবাদিকের নাম-বিমল কুমার যাদব। আরারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকার ঘটনা। আরারিয়ার পুলিশ সুপার (এসপি) অশোক কুমার সিং বলেছেন, “রাণীগঞ্জ বাজার এলাকায় বিমল কুমার যাদব নামে এক সাংবাদিককে অজ্ঞাত দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে… ময়নাতদন্ত করা হচ্ছে, ঘটনাস্থলে ডগ স্কোয়াড ডাকা হয়েছে… তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
শুক্রবার ভোরে আরারিয়া জেলার রাণীগঞ্জ থানার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড প্রেম নগর সাধু আশ্রমে পেশায় সাংবাদিক বিমল যাদব ওরফে পাপ্পুকে বুকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশেপাশের গ্রামবাসীরা পৌঁছলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিমল যাদব ওরফে পাপ্পুকে রাণীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।