আগরতলা, ১৮ আগস্ট: অবশেষে আজ রাজধানীর প্যারাডাইস চৌমুহনীস্হিত রাজ্য হর্টিকালচার অফিস কমপ্লেক্সে নারাম্যাক এর জৈব ও প্রাকৃতিক রিটেইল কাউন্টারের উদ্বোধন করেছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন মন্ত্রী বলেন, নারাম্যাকের জৈব ও প্রাকৃতিক রিটেইল কাউন্টারের জৈব এবং টাটকা শাকসবজি থেকে শুরু করে রাজ্যে উৎপাদিত বিভিন্ন প্রকারের তাজা ফল এবং বিভিন্ন স্বসহায়ক দলের উৎপাদিত প্রাকৃতিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে। বর্তমানে রাজ্যে প্রায় কুড়ি হাজার কৃষক জৈব চাষের সঙ্গে জড়িয়ে আছে। রাজ্যে বি জে পি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব মাত্র ২০০০ হেক্টর জমিতে জৈব চাষ হতো।কিন্তু পাঁচ বছরে যা বৃদ্ধি পেয়েছে ৯০০ গুণ।