নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স) : ভারত ২০৩০ সালের বৈশ্বিক লক্ষ্যমাত্রা থেকে যক্ষ্মা (টিবি) নির্মূল করার পথে অনেকটা এগিয়ে গিয়েছে। শুক্রবার জি-২০ স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত এক ভিডিও বার্তায় এমনটাই বললেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কথা বলতে গিয়ে মোদী বলেন, এটি আমাদের কুষ্ঠ নির্মূল অভিযানের সাফল্যের অন্যতম প্রধান কারণ। তিনি আরও বলেন, যক্ষ্মা নির্মূলে আমাদের কর্মসূচিও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করেছে। তিনি আরও বলেন, আমরা দেশের জনগণকে ‘নি-ক্ষয় মিত্র’ বা ‘যক্ষ্মা নির্মূলের জন্য বন্ধু’ হওয়ার আহ্বান জানিয়েছি। এই কর্মসূচীর অধীনে প্রায় ১ মিলিয়ন রোগী নাগরিকদের দ্বারা দত্তক নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “এখন, আমরা ২০৩০ সালের বৈশ্বিক লক্ষ্যমাত্রা থেকে অনেক এগিয়ে, টিবি নির্মূলের পথে রয়েছি।” মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজি স্বাস্থ্যকে এত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেছিলেন যে তিনি “স্বাস্থ্যের চাবিকাঠি” শিরোনামে একটি বই লিখেছিলেন। তিনি আরও বলেন, সুস্থ থাকা মানে নিজের মন ও শরীরকে সামঞ্জস্য ও ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখা, যার অর্থ স্বাস্থ্যই জীবনের ভিত্তি