আগরতলা, ১৭ আগস্ট : বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানিয়েছেন ত্রিপুরা রাজ্য রাগানুগা বৈষ্ণব ধর্ম মহামণ্ডল কমিটি। এদিন তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ত্রিপুরায় একটি বৃহত্তম রাধাকৃষ্ণ সেবা মন্দির নির্মাণ করা, বৈষ্ণবদের জন্য নির্দিষ্ট সমাধিস্থল করা, ৬০ বছরের উপরের সকল যে সমস্ত বৈষ্ণব রয়েছে তাদের ভাতা প্রদান করা এবং রেশনে অন্তদ্যোয় প্রকল্পে চাল দেওয়া এবং প্রতিটি মন্দিরে সরকারি পূজারি নিয়োগ ইত্যাদি। তারা এও জানিয়েছেন অতিশীঘ্রই তারা এই দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
2023-08-17

