ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।।পদক পেলো না ত্রিপুরা। তবে লড়াই করলো দুর্দান্ত ভাবে। মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত ১১ তম জাতীয় সিনিয়র পেনচাক সিলাট মার্শাল আর্ট প্রতিযোগিতায়। ওই রাজ্যের মিনথাই থাকরে ইন্ডোর স্টেডিয়ামে ১২-১৫ আগস্ট হয় আসর। তাতে ৪ সদস্যের ত্রিপুরা দল অংশ নেন। মহিলা বিভাগে পশ্চিম জেলার রাজশ্রী দত্ত দুর্দান্ত শুরু করে প্রথম রাউন্ডে জয় পেয়েছিলো। কিন্তু দ্বিতীয় রাউন্ডে রাজশ্রীর হাত ভেঙ্গে যাওয়ায় লড়াই করতে পারেননি। এছাড়া ধলাই জেলার হানতেলা কৈশল্য ত্রিপুরা পায়ে মারাত্তক চোট পেয়ে আসর থেকে ছিটকে যায়। এছাড়া লড়াই করেন সোনি দত্ত এবং মিঠুন দে। পদক জয় করতে না পারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কোচ উত্তম আচার্য। তিনি বলেন,”দুর্দান্ত লড়াই করেছে ছেলেরা। এবারের আসর থেকে অভিজ্ঞতা বাড়বে। যা আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে”।
2023-08-17

