সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি

আগরতলা, ১৭ আগস্ট : শিক্ষিত অর্ধশিক্ষিত হরিজন যুবক যুবতীদের সরকারি ও আধা সরকারি দপ্তরে অবিলম্বে চাকুরির ব্যবস্থা করা, যে সমস্ত হরিজন যুবক যুবতি ৫ বছরের অধিক বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মরত রয়েছে তাদের নিয়মিত করা সহ মোট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির পক্ষ থেকে এস.সি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধিদল গুর্খাবস্তিস্থিত এসসি ওয়েলফেয়ার অফিসে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির রাজ্য সহসম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭ দফা দাবি গুলি তুলে ধরে বলেন  হরিজনের জন্য সরকারি আবাসন সম্পূর্ণ নির্মাণ হওয়ার পরেও আটটি হরিজন পরিবার এখনও সরকারি আবাসন পায়নি। তাদের অতিসত্বর সরকারি আবাসন প্রদান করার ব্যবস্থা করতে দাবি করা হয়েছে। ধর্মনগর, কৈলাশহর, পানিসাগর, কুমারঘাট, তেলিয়ামুড়া সহ আগরতলা বিভিন্ন হরিজন কলোনি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক হরিজন কলোনিতে বিদ্যুৎ পানীয় জল ও রাস্তাঘাট সহ ঘর সংস্কার করতে হবে। ড্রেইনের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বলে জানান ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির সম্পাদক পার্থ বাসফোর এবং সভাপতি শংকর হরিজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *