আগরতলা, ১৭ আগস্ট: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে তেলিয়ামুড়ার থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীররাতে তেলিয়ামুড়া নাকা পয়েন্ট থেকে এক ট্রাক থেকে ২৫ প্যাকেট শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন পুলিশ। সাথে বহি:রাজ্যের গাড়ির চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে উপি২৫এফটি২৩২২ নম্বরের গাড়ি দিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী আগরতলা থেকে গৌহাটিতে পাচার করা হবে।সেই খবরের ভিত্তিতে নাকা পয়েন্টে উত পেতে বসে থাকে পুলিশ।গাড়িটি নাকা পয়েন্টে আসামাত্র পুলিশ তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি ২৫ প্যাকেএ শুকনো গাঁজা উদ্বার করা হয়েছে।সাথে উত্তরপ্রদেশের বাসিন্দা নন্দন কুমারকে আটক করা হয়েছে।