নিম্নমুখী শেয়ার বাজার, ৩৮৮ সূচক খোয়াল সেনসেক্স

মুম্ব্ই, ১৭ আগস্ট (হি. স.) : ফের নিম্নমুখী শেয়ার বাজার। বৃহস্পতিবার এক ধাক্কায় ৩৮৮ সূচক খোয়াল সেনসেক্স।। যার ফলে বাজার বন্ধের সময় ৬৫,১৫১.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সেনসেক্সের পাশাপাশি পয়েন্ট খুঁইয়েছে নিফটিও। ৯৯.৭৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৩৬৫.২৫ সূচকে দাঁড়িয়েছে।

বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল ৬৫,৫৩৯.৪২ পয়েন্ট। এদিন আগের দিনের চেয়ে সামান্য পয়েন্ট কম নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু ঢিমেতালে চলতে থাকে লেনদেন। দিনভর উত্থান-পতন ঘটতে থাকে শেয়ার বাজারে। এক সময়ে মনে হচ্ছিল ৬৫ হাজারের গণ্ডির নিচে নেমে যায়। যদিও শেষ পর্যন্ত তা ঘটেনি। ৬৫ হাজারের গণ্ডির উপরেই ঘোরাফেরা করতে থাকে সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫, ৫৩৫ দশমিক ১৫ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,০৪৬ দশমিক ১০ পয়েন্ট।

শেয়ার বাজারে এদিন তেল, এফএমসিজি, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলির শেয়ার দরে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও কনজিউমার ডুরাবেল সংস্থাগুলির শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। আইটিসি, এলটিআই মাইন্ডট্রি, রিলায়েন্স, লার্সেন অ্যান্ড টুব্রো, আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্ক, পওয়ারগ্রিডের শেয়ার দরে পতন ঘটেছে। টাইটান, বাজাজ অটো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আদানি পোর্ট, আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *