কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু ঘিরে বৃহস্পতিবার এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখায় সদ্যোজাতর পরিবার।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির দেশবন্ধু নগর হাসপাতাল চত্বর। যদিও অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, নারায়ণপুর কাঁদিহাটি এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সুপ্রিয়া চক্রবর্তী ১৩ আগস্ট বাগুইআটি দেশবন্ধু নগর হাসপাতালে ভরতি হন। পরের দিন তিনি এক সন্তানের জন্ম দেন। সেই সময় মা এবং শিশু দুজনই ভাল আছে বলে জানায় হাসপাতালের কর্তৃপক্ষ। এমনই দাবি করেছে শিশুর পরিবার।
বৃহস্পতিবার তাঁদের ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আজ হাসপাতালের তরফে জানানো হয় সকালে সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার।
অভিযোগ, বাচ্চার শরীরে ছোপ-ছোপ দাগ ছিল। কিন্তু সঠিকভাবে তার দেখাশোনা করা হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে ওই শিশুটির। পরিবারের লোকজন বাগুইআটি থানায় অভিযোগ জানাতে গেলে বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এবং পরিবারকে স্বাস্থ্যভবন যেতে বলে।
এরপর হাসপাতালে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। শিশুমৃত্যুর কারণ তদন্ত করে দেখা হোক বলে দাবি তোলেন পরিবার।