আগরতলা, ১৭ আগস্ট : পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও সিপিএমের জামানত জব্দ হবে। এবার উপভোটে সিপিএমের লাল দূর্গে পদ্ম ফুল ফোটবে। বক্সনগর কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী তফাজ্জল হোসেন আজ মনোনয়ন পত্র দাখিলের পর জোর গলায় এই দাবি করেছেন।
আজ রাজপথে সুবিশাল মিছিল সংগঠিত করে সোনামুড়ার রিটানিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,মন্ত্রী টিংকু রায়, বিজিত প্রার্থি পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
এদিন মনোনয় পত্র জমা দাখিলেরমপর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রার্থী তফাজ্জল হোসেন।তাঁর কথায়, এয়োদশ বিধানসভা নিবাচনে কংগ্রেস ও সিপিএমের মধ্যে জোট না হত তাহলে ত্রিপুরা রাজ্যে সিপিএম লুপ্তপ্রায় দলে পরিণত হত।বিগত ২৫ বছর ধরে সিপিএম ত্রিপুরাতে দুনীতি রাজত্ব করেছিল।এদিন তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, আজ কর্মী সর্মথকদের উল্লাস থেকে এটা স্পষ্ট যে বক্সনগর কেন্দ্রের জনগণ বিপুল ভোটে জয়ী করবেন।