দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বাজপেয়ীজি : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লিতে, অটল সমাধি স্থল ‘সদাইভ অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বাজপেয়ীজি।

বুধবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (আগে টুইটার) প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “ভারতের ১৪০ কোটি মানুষের সঙ্গেই পুণ্যতিথিতে অসাধারণ অটলজিকে শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর নেতৃত্বে ভারত অনেক উপকৃত হয়েছিল। দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি।”