ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।।রাজ্যের একসময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার তথা প্রাক্তন ক্রিকেটার ইন্দ্রজিৎ ভৌমিক প্রয়াত। গতকাল ১৫ আগস্ট তিনি না ফেরার দেশে চলে গেলেন। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৭১। তাঁর প্রয়াণে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স গভীর শোক প্রকাশ করছে।
সাতের দশকে রাজ্যের কৃতি ক্রিকেটারদের ভিড়ে নিজের পরিচয় তুলে ধরতে দেরি হয় নি।মহারাজা বীর বিক্রম কলেজের হয়ে সমস্ত রাজ্যকে চমকে দিয়ে শুরু। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেটে নিজের পরিচয় তুলে ধরে ছিলেন। টেস্ট ক্রিকেটার কিংবদন্তি পঙ্কজ রায়ের প্রশংসা পেয়েছিলেন।রাজ্যের ব্লাড মাউথের হয়ে দাপটের সাথে রাজ্য ক্রিকেটে টাইগারের মত দাপিয়ে বেরিয়েছেন। রাজ্য ক্রিকেটে এই টাইগারের তেমন কোনও চাহিদা ছিলনা। নীরবে নিভৃতে অনেক ক্রিকেটপ্রেমীদের প্রিয় টাইগার সব কিছু ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সদের পক্ষ থেকে আহ্বায়ক হাবুল ভট্টাচার্য এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।