চাঁদের আরও কাছে পৌঁছল চন্দ্রযান-৩, ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা ইসরোর

বেঙ্গালুরু, ১৬ আগস্ট (হি.স.): চাঁদের আরও কাছে পৌঁছে গেল ভারতের চন্দ্রযান-৩। চন্দ্রযান ৩-কে চাঁদের দিকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ পার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ১৬ আগস্ট (বুধবার) সফলভাবে কক্ষপথ উত্তোলনের কাজ সফল করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান-৩ সফলভাবে পঞ্চম এবং চূড়ান্ত চাঁদের কক্ষপথের কৌশলের মধ্য দিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযান-৩ অবস্থান করছে ১৫৩ কিলোমিটার X ১৬৩ কিলোমিটার কক্ষপথে। ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা রয়েছে ইসরো-র।

এবার চন্দ্রযান-৩-এর প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার ‘বিক্রম’-কে আলাদা করবে ইসরো। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ল্যান্ডারকে বিচ্ছিন্ন করা হতে পারে বলে জানানো হয়েছে ইসরো-র তরফে। এই মুহূর্তে চাঁদের কক্ষপথে দিব্যি ভালো রয়েছে ভারতের চন্দ্রযান। চাঁদ থেকে একেবারে সামান্য দূরে তা অবস্থান করছে এবং আগামী ২৩ আগস্ট চাঁদে সফট ল্যান্ডিং করতে পারে এই চন্দ্রযান।