এক মাসের মধ্যে রাজ্যে ব্যাপক প্রশাসনিক সংস্কার : হিমন্তবিশ্ব
অসমকে ‘মাদকমুক্ত‘, অপরাধমুক্ত, ‘দুর্নীতিমুক্ত‘ রাজ্যে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার
অসম সরকার রাজ্যে বহুবিবাহ বন্ধ করতে শক্তিশালী আইন প্রণয়ন করবে
গুয়াহাটি, ১৫ আগস্ট (হি.স.) : চলতি বছরেই অসম থেকে প্রত্যাহার হবে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন (আফসপা)। এছাড়া এক মাসের মধ্যেই রাজ্যে ব্যাপক প্রশাসনিক সংস্কার করা হবে; অসমকে মাদকমুক্ত, অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করে রাজ্যে ধর্ষণের মতো অপকর্ম যাতে সংঘটিত না হয়, তার জন্য যাবতীয় প্রচেষ্টা হাতে নিয়েছে রাজ্য সরকার। খানাপাড়ায় তেরঙা পতাকার নীচে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
সমগ্ৰ দেশের সঙ্গে সংগতি রেখে আজ অসমেও উদযাপিত হয়েছে ৭৭-তম স্বাধীনতা দিবস৷ গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। পতাকা উত্তোলনের পর তিনি আসাম পুলিশ, আসাম পুলিশের প্রায় সব ব্যাটালিয়ন, গৃহরক্ষী বাহিনী, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডদের অভিবাদন গ্রহণ করেছেন৷
স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্ৰী বলেন, অসমে ইতিমধ্যেই বহু জেলা থেকে আফসপা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। রাজ্যের ৮,০০০ উগ্রপন্থী যুবক সমাজের মূল স্রোতে ফিরে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ডের শরিক হয়েছে। তাই খুব শীঘ্র এ বছরের মধ্যেই সমগ্র অসম থেকে এই আইন পুরোপুরি তুলে নেওয়া হবে।
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনুদানে চলমান বিভিন্ন প্রকল্পের খতিয়ান আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া বলেন, আগামী এক মাসের মধ্যে রাজ্যে ব্যাপক প্রশাসনিক সংস্কার করা হবে। প্রতিটি বিধানসভা এলাকায় গঠন করা হবে উপ-জেলা। সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগ ওই সব উপ-জেলায় থাকবে। প্রতিটি উপ-জেলায় একজন করে থাকবেন অতিরিক্ত জেলাশাসক (অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার)। জেলাশাসকদের অধীনে একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং সার্কল অফিসার নিয়োগ করা হবে, যাতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মানুষজনকে তাঁদের সমস্যা নিয়ে জেলায় যেতে না হয়, বলেছেন ড. শর্মা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদ্যমান অন্যান্য জেলার সঙ্গে একীভূত জেলাগুলির ক্ষেত্রে দু-মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তাঁর সরকার অসমকে মাদকমুক্ত, অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করে রাজ্যে ধর্ষণের মতো অপকর্ম যাতে সংঘটিত না হয়, তার জন্য যাবতীয় প্রচেষ্টা হাতে নিয়েছে, বলেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা-কর্মচারীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী শুনিয়েছেন, গত দু বছরে ১২৭ জন সরকারি কর্মচারীকে পুলিশ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই সকল সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার যে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল তা-ও শুনিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার রাজ্যে বহুবিবাহ বন্ধ করতে একটি শক্তিশালী আইন প্রণয়ন করবে।
অনুষ্ঠানে হাজারো জনতা ছাড়াও ছিলেন সাংসদ কুইন ওজা, বেশ কয়েকজন বিধায়ক, স্বাধীনতা সংগ্রামী সহ বহু গণ্যমান্য ব্যক্তি। ছিলেন ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, কামরূপ মেট্রোর জেলাশাসক পল্লব গোপাল ঝা, গুয়াহাটি মেট্রোর পুলিশ কমিশনার দিগন্ত বরা, সেনা ও আধাসেনা বাহিনীর আধিকারিক এবং রাজ্যোর সাধারণ ও পুলিশ প্রশাসনের সর্বস্তরের আধিকারিক-কর্মচারীগণ।