শিমলায় ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা বহু, ৩ জনের মৃতদেহ উদ্ধার

শিমলা, ১৪ আগস্ট(হি.স) : শিমলায় ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপ থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।

হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী শিমলার সামারহিলে ভূমিধসের ফলে একটি প্রাচীন শিবমন্দির সোমবার সকালে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে প্রায় ২৪ জন মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে একই পরিবারের সাতজন। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিমলার ডিসি আদিত্য নেগি এবং এসপি সঞ্জীব গান্ধী। আহতদের মধ্যে রয়েছেন অরুণ কুমার (২৮), সাওয়ান (৩৩), মনু (১৯), অঙ্কু (২৬), রাহুল (১৯)। আহতরা সবাই কাঠের শ্রমিক বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ ভূমিধস হয়। সোমবার হওয়ায় স্থানীয়রা ওই শিব মন্দিরে পুজো দিতে গিয়ে বিপাকে পড়েন। এসপি সঞ্জীব গান্ধী জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ত্রাণ কাজ চলছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।