নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সহকারিতা মন্ত্রী অমিত শাহ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সোমবার ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারাভিযানের অংশ হিসেবে নয়াদিল্লিতে তাঁর বাসভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, পতাকার সঙ্গে তিনি সেলফিও তুলে সেটি শেয়ার করেছেন।
অমিত শাহ ট্যুইট করে লেখেন, ‘স্বাধীনতা দিবসের আগে আকাশে কোটি কোটি জাতীয় পতাকা উড়ছে, পতাকাগুলি দেশের ঐক্যবদ্ধ ইচ্ছার প্রতীক। এই প্রতীকটি ভারতকে আবার মহান করে তুলবে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশ জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ –র প্রচার চালাচ্ছে জোরকদমে। তিনি ভারতের সকল নাগরিককে তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে harghartiranga.com-এ আপলোড করার জন্য অনুরোধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সবাইকে তাদের সহ নাগরিকদের নিয়ে একসঙ্গে এই কাজ করতে অনুপ্রাণিত করেন।