আগরতলা ,১৪ আগস্ট : বিদ্যুৎ বিভ্রাটের জেরে অতিষ্ঠ হয়ে রাস্তা অবরোধ। বিদ্যুৎ বিভ্রাটের জেরে অতিষ্ট হয়ে তেলিয়ামুড়া অমরপুর রাস্তা অবরোধ করলো ভুক্তভোগীরা। অভিযোগ দিনের বেশিরভাগ সময়ই এলাকায় বিদ্যুৎ থাকেনা। যার ফলে তীব্র গরমে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। বারবার বিদ্যুৎ নিগমের আধিকারিকদের জানিয়েও তারা বিষয়টিতে কর্নপাত করছে না বলে অভিযোগ। মঙ্গলবার শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়ে রাস্তায় বাঁশ লাগিয়ে তেলিয়ামুড়া-অমরপুর রাস্তা অবরোধ করল স্থানীয়রা। তবে দীর্ঘক্ষণ অবরোধ থাকার পরও এক প্রকার নিশ্চুপ ভূমিকায় ছিল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
2023-08-14