মুম্বই, ১৪ আগস্ট (হি.স) : মহারাষ্ট্রের কোলহাপুরের তিনটি জায়গায় অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই তিন সন্ত্রাসবাদীদের বাড়ি থেকে সন্দেহজনক নথি, ইলেকট্রনিক সামগ্রী ও লোহার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই তিনজনের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে জানা গিয়েছে। এই তিনজনকে জাতীয় তদন্তকারী সংস্থা জেরা করছে।
মহারাষ্ট্রের কোলহাপুর, হুপরি, নাসিকের পাঁচটি জায়গায় অভিযান চালায় এনআইএ টিম। রবিবার গভীর রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। সূত্রের তরফে জানা গিয়েছে, এনআইএ-র দল সন্দেহভাজন তিন সন্ত্রাসবাদীকে জেরা করে জানার চেষ্টা করছে তারা কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত । তারা কি আদেও কোলহাপুরের স্থানীয় লোক নাকি বহিরাগত ? তাদের পরিকল্পনা কি ? তারা কি অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে ? এইসব নানা প্রশ্ন করে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার চেষ্টা চলছে।