বিশ্বের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স) : বিশ্বের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা ‘জিজ্ঞাসা’-এর বিজয়ীদের সোমবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রাচীন মূল্যবোধ, সংস্কৃতির বিবর্তন, সমৃদ্ধ অতীত এবং নীতির গৌরবময় সংমিশ্রণ নিয়ে ১৭টি ভাষায় ১০ লক্ষেরও বেশিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর দেওয়া বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জিজ্ঞাসার সকল বিজয়ীদের অভিনন্দন। তরুণদের মধ্যে আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বাড়ানোর লক্ষ্যে এটি একটি অভূতপূর্ব উদ্যোগ ছিল’। এই কুইজের এমন অসামান্য প্রতিক্রিয়া দেখে আনন্দ প্রকাশও করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *