নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার হিমাচল প্রদেশে অত্যধিক বৃষ্টির ফলে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি একটি টুইটবার্তায় শোকজ্ঞাপন করেন।
রাষ্ট্রপতি মুর্মু একটি টুইট বার্তায় লিখেছেন, “হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে বহু মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”