কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : পড়ুয়াদের একবার আলিপুর মিউজিয়াম ঘুরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার তিনি আলিপুরে একটি সরকারি প্রেক্ষাগৃহে বলেন, “স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষ্যে করেছি।’’ এই সঙ্গে বলেন, “আগামীকাল স্বাধীনতা দিবস। আমি ‘ফ্রিডম অ্যাট মিড নাইট’ প্রোগ্রাম চালু করেছিলাম। আজ দুটি অনুষ্ঠানেও যেতে হবে।”
মমতা বলেন, ‘‘স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার লড়াই সবটাই কিন্তু বাংলা থেকে হয়েছিল। কোনও দিন যদি আন্দামান নিকোবর জেলে যাও, দেখবে যত নাম আছে, তার মধ্যে ৯০ শতাংশ নাম আছে বাংলার। আর বাদবাকি পঞ্জাবের। সুতরাং বাংলা যে স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেটা নতুন করে বলার প্রয়োজন লাগে না।’’