হরিয়ানায় উদ্ধার অসমের গোলকগঞ্জ থেকে নিখোঁজ দুই যুবতী

ধুবড়ি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের নিখোঁজ চার যুবতীর মধ্যে দুজনকে হরিয়ানা থেকে উদ্ধার করেছে রাজ্য পুলিশ। দুই যুবতীকে হরিয়ানার গুরগাঁওয়ে এক গোপন ডেরায় হানা দিয়ে আগমণি থানার পুলিশ উদ্ধার করেছে। আজ তাদের নিয়ে আগমণি পৌঁছেছে পুলিশ।

জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট গোলকগঞ্জ বিধানসভা এলাকার আগমণি এবং গোলকগঞ্জ থানান্তর্গত গ্রামের চার যুবতী যথাক্রমে মামণি অধিকারি, বিনা বৰ্মণ, বিভা রায় এবং মৌসুমী বেপারি নিরুদ্দেশ হয়ে যান।

ওইদিন আগমণি থানার সিন্দুরাই গ্রামের জনৈক কমলেশ্বর অধিকারীর মেয়ে মামণি অধিকারী এবং গোলকগঞ্জ থানার বিষখোয়া গ্রামের বিষ্ণুচরণ বৰ্মণের মেয়ে বিনা রায় মোবাইল ফোনের হ্যান্ডসেট কিনতে আগমণি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এর পর থেকে তারা সন্ধানহীন হয়ে পড়েন।

এদিকে একই দিন আগমণি থানার খেরবাড়ি গ্রামের মনোরঞ্জন বেপারির মেয়ে মৌসুমী বেপারি এবং হালাকুরা গ্রামের রমেশচন্দ্ৰ রায়ের পালিতা কন্যা বিভা রায়ও নিরুদ্দেশ হয়েছিলেন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট পরিবারগুলির পক্ষ থেকে আগমণি এবং গোলকগঞ্জ থানায় পৃথক পৃথক এফআইআর দাখিল করা হয়েছিল।

এফআইআর-এর ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত-অভিযানে নামে সংশ্লিষ্ট থানার পুলিশ। ইত্যবসরে নির্দিষ্ট তথ্যের ওপর নির্ভর করে হরিয়ানায় যায় অসম পুলিশের এক দল। তাঁরা হরিয়ানা পুলিশের সাহায্য নিয়ে গুরগাঁওয়ের ৬৫ নম্বর সেক্টর থানাধীন ৬১ নম্বর বস্তি এলাকায় অভিযান চালান। ওই বস্তির এক ডেরা থেকে মামণি অধিকারী এবং বিনা বৰ্মণকে উদ্ধার করত সক্ষম হয় পুলিশ।

এদিকে আগমণি থানায় এসে উদ্ধারকৃত দুই যুবতী বলেছে তারা নিজে হরিয়ানায় গিয়েছিলেন। তবে পুলিশ তাদের এই স্বীকারোক্তির পেছনে রহস্যের গন্ধ পাচ্ছে। পুলিশ নিশ্চিত, এর পেছনে বিশাল নারীদেহ পাচারচক্ৰ জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *