অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় দোকানদারের মৃত্যু

কানপুর, ১৩ আগস্ট (হি. স.) : উত্তর প্রদেশের কাকদেব থানা এলাকায় একটি অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। পুলিশ দেহ হেফাজতে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে।

সহকারী পুলিশ কমিশনার শিখা সিং বলেন, কাকাদেবের বাসিন্দা ২৯ বছর বয়সী সঞ্জয় সিং তার জীবিকা নির্বাহের জন্য রাস্তার পাশে একটি ম্যাগির দোকান চালাতেন। রবিবার সকালে তিনি দোকান থেকে বেরিয়েছিলেন। সেই সময় একটি অনিয়ন্ত্রিত ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি হেফাজতে নিয়েছে।