দক্ষিণেশ্বরের কালী মন্দির পুজো দিলেন নাড্ডা, সবার মঙ্গল কামনায় করলেন প্রার্থনা

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার সকালেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পৌঁছন নাড্ডা, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মা কালীর পূজার্চনা করেছেন তিনি। মা কালীর কাছে সকলের মঙ্গল কামনা করেছেন নাড্ডা। আরতিও করেছেন তিনি।

পুজো দেওয়ার পর নাড্ডা বলেছেন, “মা কালীর কাছে আমি প্রার্থনা করেছি, আমাদের জনগণ ও আমাদের দলকে শক্তি দেওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি আমি, যাতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা ”মা ভারতীর” সেবায় নিবেদিত হতে পারি।”