বির্তকের মাঝেই যাদবপুর হস্টেলে চুরি, খোয়া গেল ল্যাপটপ-মোবাইল

কলকাতা, ১৩ আগস্ট (হি. স.) : প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে র্যাবগিংয়ের অভিযোগে বিতর্কের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চুরির অভিযোগ উঠল । রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে ফিজিক্যাল এডুকেশন হস্টেলের আবাসিক ছাত্ররা অভিযোগ তোলেন যে, তাঁদের ঘর থেকে দু’টি ল্যাপটপ এবং চারটি মোবাইল ফোন খোয়া গিয়েছে। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের তরফে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। নিরাপত্তারক্ষীর দাবি, হস্টেলে কোনও সিসি ক্যামেরা নেই।

ছাত্ররা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ ঘুম ভেঙে ওঠেন তাঁরা। তার পরই দেখেন ল্যাপটপ, ফোন উধাও। আশেপাশের ঘরের বেশ কয়েক জন একই অভিযোগ করেন। তাতে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাদবপুর থানাতেও যান পড়ুয়ারা। সেখানে মিসিং ডায়েরি করতে বলা হয় তাঁদের। এর পর ওই হস্টেলের আবাসিকে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় কর্তৃপক্ষের তরফে।

পড়ুয়ারা জানিয়েছেন, হস্টেলের ওই আবাসিকে এতদিন কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। আজকের ঘটনা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। সকলে মিলে জানান যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হস্টেলের সুপার এবং ডিনের সঙ্গেও কথা হয় আলাদা করে। তার পরই নিরাপত্তারক্ষী এসে পৌঁছন। তবে এখনও সেখানে সিসিটিভি নেই। তবে আগে কখনও এমন চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম ঘটল বলে জানিয়েছেন পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *