আসানসোল, ১৩ আগস্ট (হি. স.) : পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়া থানার পরাশিয়ার জোড় জোনাকি মোড় সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার দুপুরের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি মাঝি (৩৫)। বাড়ি জামুড়িয়া থানার রাজারামডাঙ্গা এলাকায়। তিনি বাড়ির অদূরে একটি ইটভাটায় কাজ করতেন। এদিন দুপুরে সাইকেলে চেপে ইটভাটা থেকে বাড়ি ফিরছিলেন রবি। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। দুর্ঘটনার পরই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছোয় জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।