কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): বাংলাকে পিছিয়ে রাখতে কোনও কিছুই বাকি রাখেনি কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল। উদ্বেগ প্রকাশ করে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার কলকাতার বিজেপির সংযুক্ত মোর্চা সম্মেলনে নাড্ডা বলেছেন, “বাংলা আজ যা ভাবে, ভারত তা আগামীকাল ভাবে। কিন্তু, এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাকালে বিগত ৩০-৪০ বছরে বাংলাকে পিছিয়ে রাখতে কোনও কিছুই বাকি রাখা হয়নি।”
বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা আরও বলেছেন, “আমাদের এখন জানতে হবে বাংলা এবং বাংলার রাজনীতি কীভাবে মানুষকে সমস্যায় ফেলছে। আমি একথা বলতে পেরে খুবই আনন্দিত বোধ করছি যে বাংলার জনগণের প্রত্যাশা শুধু আজ এখানে বসে থাকা মানুষের কাছ থেকে রয়েছে।”