বীর সৈনিকদের স্মরণে আয়োজিত দিবা-‌রাত্রী ভলিবলে সেরা পুলিস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।।চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা পুলিস ‘বি‌’ দল। ফাইনালে পরাজিত করলো বিশালগড়ের বাইদ্যাদিঘী দলকে।‌ বাইখোড়া দ্বাদশ শ্রেনী ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে হয় ম্যাচটি।, বাইখোড়া ভলিবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে। বীর সৈনিক শহীদ অমল সরকার ও শহীদ মানিক পাটারী মেমোরিয়াল একদিনের দিবারাত্রী ভলিবল প্রতিযোগিতায়। আসরে মোট ১৬ টি দল অংশগ্রহন করে। নকআউট বিভিন্ন পর্বে খেলা শেষে, বিশালগর বাইদ্যাদিঘী ও ত্রিপুরা পুলিশ-বি টিমের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ২-০ সেটের ব্যবধানে ত্রিপুরা পুলিশ-বি টিম চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও বিজিত দলের হাতে চ্যম্পিয়ন এবং রানার্স ট্রফি, নগদ অর্থ রাশি  সহ বিভিন্ন পুরুষ্কার তুলে দেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বাইখোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণু চন্দ্র দাস, শহীদ অমল সরকার ও শহীদ মানিক পাটারীর পরিবারের সদস্য, সমাজসেবী রতন বৈদ্য, সমাজ সেবী কেশব চৌধুরী, শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন এ-র সচীব সাধুঅং মগ, কোষাধ্যক্ষ নারায়ণ শীল, আম্পায়ার কমিটির কনভেনর মনোরঞ্জন পাল, অফিস ম্যানাজার কিশোর কুমার ভৌমিক সহ অনান্য অতিথি ও কর্মকর্তা গন। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *