থানে, ১৩ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলার ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। থানে জেলার কালবা এলাকায় অবস্থিত এই হাসপাতাল। এই মৃত্যুর বিষয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন থানে মিউনিসিপ্যাল কমিশনার অভিজিৎ বাঙ্গার।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, গত ৪৮ ঘন্টায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, নিউমোনিয়া, কেরোসিনের বিষক্রিয়া, সড়ক দুর্ঘটনা-সহ বিভিন্ন অসুস্থতায় চিকিৎসা নিচ্ছিলেন। আমি এই মৃত্যুর বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেছি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে, যাতে রোগীরা সর্বোত্তম চিকিৎসা সুবিধা পান।

