আগরতলা, ১২ আগস্ট : উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াই করার ডাক দিলো সিপিএম,কংগ্রেস এবং তিপরা মথা।আজ তিন দলের রুদ্ধদ্ধার বৈঠকের শেষে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।
দিন যত এগোচ্ছে রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পারদ ততই উধ্বমুখী হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে জোর কদমে।ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। উপনির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
শাসক দল বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে আজ রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে তিন বিরোধীদল।বৈঠকের শেষে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন,আজকের এই বৈঠকে বিজেপি বিরুদ্ধে সিপিএম,কংগ্রেস ও তিপরা মথার নেতৃত্বরা ঐক্যমতে লড়াই করার সহমত পোষণ করেছেন।উপনির্বাচনে শাসক দলকে পরাস্ত করাই হল মূল লক্ষ্য বিরোধী দলের।এই বিষয় নিয়ে বিশদে দলীয় স্তরে আলোচনা করার জন্য আগামীকাল সোনামুড়ায় সাংগঠনিক বৈঠকে মিলিত হবে কংগ্রেস দল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ,কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,বিরোধী দল নেতা অনিমেষ দের্ববমা,বিধায়ক জিতেন্দ্র চৌধুরী,বিধায়ক গোপাল চন্দ্র নাথ এবং প্রাক্তন মন্ত্রী মানিক দেব।