মেট্রিক্সের রেটিং দাবা প্রতিযোগিতা ডিসেম্বর থেকে এগিয়ে নভেম্বরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।।পরিবর্তন হলো দিনক্ষণ। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয় বর্ষ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। ২১‌-‌২৬ ডিসেম্বর আসর হওয়ার কথা ছিলো। ওই সময় শিলঙে গ্র‌্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা হওয়ায় বাদ্য হয়েই আসরের সূচী পরিবর্তন করা হলো। নতুন সূচী  অনুয়ায়ি ১-‌৬ নভেম্বর হবে আসর। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের যোগা হলে। এবারের আসরের প্রাইজমানি ৩.‌০১ লাখ টাকা। গেলোবছর ওই আসরে ৭ দেশের দাবাড়ুরা অংশ নিয়েছিলেন। এবারও এমন হবে আশা করছেন মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার প্রসেনজিৎ দত্ত। মেগা ওই আসরে ত্রিপুরার দাবাড়ুরা যাতে অংশ নেয় তার জন্য অনুরোধ করেন প্রসেনজিৎ।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *