নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): সাংসদ পদ ফিরে পাওয়ার পাঁচ দিনের মাথায় নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডের উদ্দেশে রওনা দিলেন রাহুল গান্ধী। শুক্রবার ভোরে দিল্লির বাসভবন থেকে তিনি ওয়ানাডের পথে রওনা দেন। কংগ্রেস সূত্রে খবর, শনিবার এবং রবিবার ওয়ানাডের থাকবেন রাহুল। রবিবার সেখানে একটি জেলা কংগ্রেস কমিটির বৈঠকে যোগ দেবেন সাংসদ। সেখানে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বসে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মোদী পদবি অবমাননা মামলার জেরে গত মার্চ মাসে সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী। তার চার মাসের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। ওয়ানাডে রাহুলের আগমনের খবরে খুশির আবহ কেরল কংগ্রেস শিবিরে।