স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় নুহ, ১৩ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা

নুহ, ১২ আগস্ট (হি.স.): ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হরিয়ানার নুহ। স্কুল ইতিমধ্যেই খুলেছে, পড়ুয়ারাও শিক্ষাঙ্গনে এসেছে। তবে, পরিস্থিতি এখনও থমথমে, তাই ১৩ আগস্ট পর্যন্ত নুহ জেলায় ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ থাকছে। ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে শুক্রবারই সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা প্রশাসন।

দুই গোষ্ঠীর মধ্যে হিংসাকে ঘিরে কিছু দিন আগে উত্তপ্ত ও অশান্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ। সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল গুরুগ্রাম-সহ হরিয়ানার অন্যত্র। হিংসার প্রেক্ষিতে প্রথমে ৮ আগস্ট ও পরে ১১ আগস্ট পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞা এবার বাড়িয়ে ১৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *