গড়িয়াবন্দ, ১২ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের ছুড়ায় শুক্রবার গভীর রাতে গাড়ি উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত দুজনকেই হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, চার বন্ধু একটি গাড়িতে করে বিলাসপুর থেকে বাগবাহরা হয়ে ফেরার পথে চড়োদা তালাবের কাছে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। গাড়ির মধ্যে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুই যুবক গুরুতর আহত হয়। গ্রামবাসীরা ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে আহতদের ছুড়া হাসপাতালে নিয়ে যায়। ছুড়ায় নিহতদের ময়নাতদন্ত করা হচ্ছে । তারা বিলাসপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।