২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই সরাতে নারাজ গাড়ির মালিক

আগরতলা, ১২ আগস্ট : বালি বুঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ার ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সরিয়ে রাস্তা উন্মুক্ত করার নাম নিচ্ছে না গাড়ির মালিক। জানা গেছে গত শুক্রবার গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা থেকে টি আর ০১ এন ১৫৫৮ নম্বরের একটি বালি বোঝাই ছয় চাকার লরি দুর্ঘটনার কবলে পড়ে আর তাতে এই রাস্তা দিয়ে শুক্রবার থেকেই ছোট-বড় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। পরে স্থানীয়দের পক্ষ থেকে গাড়ির মালিকের সাথে গাড়িটির সরিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করলে স্থানীয়দের সাথে অসংলগ্ন আচরণ করেন গাড়ির মালিক এমনই অভিযোগ। শনিবার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও গাড়ির মালিক কাঞ্চনমালা কর চৌমুনি সংলগ্ন পাল কলোনী হয়ে আগরতলা যাওয়ার রাস্তায় আটকে পড়ে থাকা বালি বোঝাই লরিটিকে সরানোর কোন উদ্যোগ গ্রহণ করছে না, আর এতে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে যান চালকরা তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *