সম্মিলিত প্রচেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে সহায়তা করতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): সম্মিলিত প্রচেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্যভাবে সহায়তা করতে পারে। দুর্নীতি রোধে কলকাতায় আয়োজিত জি-২০-র গুরুত্বপূর্ণ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “আমরা বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতা এবং দুর্নীতির মূল কারণকে মোকাবিলা করে এমন দৃঢ় পদক্ষেপের বাস্তবায়নের মাধ্যমে একটি পার্থক্য আনতে পারি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে অডিট প্রতিষ্ঠানগুলির ভূমিকার প্রতিও আমাদের যথাযথ গুরুত্ব দিতে হবে।”

প্রধানমন্ত্রীর কথায়, “সর্বোপরি, আমাদের প্রশাসনিক ও আইনি ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি, আমাদের অবশ্যই আমাদের মূল্য-ব্যবস্থায় নীতি-নৈতিকতা ও সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শুধুমাত্র তা করেই একটি ন্যায় ও সুস্থায়ী সমাজের ভিত্তি স্থাপন করা যেতে পারে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিদেশী সম্পদ পুনরুদ্ধার ত্বরান্বিত করতে, অ-প্রত্যয় ভিত্তিক বাজেয়াপ্তকরণ ব্যবহার করে একটি উদাহরণ স্থাপন করতে পারে জি-২০। এটি যথাযথ বিচারিক প্রক্রিয়ার পর অপরাধীদের দ্রুত প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণ নিশ্চিত করবে। এটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের যৌথ লড়াই সম্পর্কে একটি শক্তিশালী সংকেতও পাঠাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *