নাগরাকাটা, ১২ আগস্ট (হি. স.) : জলপাইগুড়ির খয়েরবাড়ি লাগোয়া মডেল স্কুলের পশ্চিমে প্রবাহিত জলঢাকা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শনিবার দুপুরে নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দেন। পরে দেহটিকে নদী থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাউ সাঁওতাল। ষাটোর্দ্ধ ওই ব্যক্তির বাড়ি সুখানি বস্তি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাউ প্রতিদিনই নদী পেরিয়ে গোরু চড়াতে যেতেন। এদিনও গিয়েছিলেন। সেসময়ই কোনও কারণে তিনি নদীতে ভেসে যান বলে মনে করা হচ্ছে। সুখানি এলাকা থেকে ভাসতে ভাসতে দেহটি খয়েরবাড়িতে পৌঁছোলে সেখানকার বাসিন্দাদের নজরে আসে। তাঁরা পুলিশকে খবর দেন। পরে দেহটি নদী থেকে উদ্ধার করা হয়। নাগরাকাটা থানার পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।