আগরতলা,১২ আগস্ট: প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে সদর মহকুমা প্রসাশনের এসফোর্সমেন্ট টিম।প্রসাশনের আধিকারিরকরা আগরতলা সিটি সেন্টার থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত অভিযান চালিয়েছে।
অভিযানে নেমে উদ্ধার করা হয় প্রচুর প্লাস্টিক ব্যাগ।অভিযানে প্রায় ৭০ কেজি প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।পাশাপাশি ব্যাপক অনিয়মের ব্যবসায়ীদের ১০ হাজার টাকার অধিক জরিমানা করা হয়েছ বলে জানিয়েছেন জনৈক আধিকারিক। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন জনৈক আধিকারিক।