ধানবাদ, ১২ আগস্ট (হি.স) : ধানবাদে প্রকাশ্য দিবালোকে গুলি চালাল দুই বাইক আরোহী দুষ্কৃতী। শনিবার ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই ঘটনা ঘটান হয়েছে বলে মনে করা হচ্ছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জনাকীর্ণ বাজারে প্রকাশ্য দিবালোকে পালসারে করে দুই মুখোশধারী দুর্বৃত্ত হাওয়ায় গুলি চালায় বলে অভিযোগ। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, ব্যাঙ্ক মোড় থানা এলাকার গুরুদ্বারের কাছে রাস্তার পাশের দোকানে গুলি চালায় অপরাধীরা। ব্যবসায়ীদের ভয় দেখানোর উদ্দেশ্যে চাঁদা তুলতেই অপরাধীরা এই পরিকল্পনা করেছে বলে অভিযোগ।

