ধুবড়ি (অসম), ১২ আগস্ট (হি.স.) : ধুবড়িতে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১২টি চোরাই গরু। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গরু পাচারে ব্যবহত বলেরো পিকআপ ভ্যান। আটক করা হয়েছে পিকআপ ভ্যানের চালককে।
জানা গেছে, বালাজান এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে গোলকগঞ্জ থানার ট্রাফিক ইনচার্জ মণ্টু বৈশ্যের নেতৃত্বে পুলিশ ত্রিপাল দিয়ে ঢাকা ডব্লিউবি ৬৩ বি ৩৯৪৭ নম্বরের বলেরো পিকআপ ভ্যানকে গতিরোধ করতে সিগন্যাল দেয়। কিন্তু পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে গৌরীপুরের দিকে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের দল গাড়িটির পিছু ধাওয়া করে নান্দিনীপাড় এলাকায় গিয়ে তার গতিরোধ করে। পরে তালাশি চালিয়ে গাড়ি থেকে ত্রিপাল দিয়ে ঢাকা ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্ৰে জানা গেছে, গরুগুলি পশ্চিমবঙ্গ থেকে পিকআপ ভ্যানে বোঝাই করে সরু রস্তা দিয়ে বালাজানের ১৭ নম্বর জাতীয় সড়কে ওঠে গৌরীপুরের দিকে যাচ্ছিল। গরুগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ ধৃত পিকআপ ভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।