নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের কথায়, কংগ্রেস যখন উত্তর-পূর্বে নিজেদের কালো ইতিহাস দেখেছে, তখন তারা পালিয়ে গিয়েছে। অনাস্থা প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি নিম্নকক্ষ থেকে ওয়াকআউট করে। এরই সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “উত্তর-পূর্ব, মণিপুরের জন্য প্রধানমন্ত্রী মোদীর সংকল্প ও ভালোবাসা দেখে তাঁরা পালিয়ে যায়।” এদিন সকালে “হর ঘর তিরঙ্গা বাইক র্যালি”-র ফাঁকে অনুরাগ বলেছেন, “বোঝাই যাচ্ছে এই ”অহঙ্কারী” জোট, নিজেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না শুনতে না পেরে পালিয়ে গিয়েছে। তাঁদের অহঙ্কার এতটাই যে, তাঁরা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে কথা বলতে দেননি।”
2023-08-11

