ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।।গেলোবছর স্বপ্ন পূরণ হয়নি। দ্বিমুকুট জয়ের স্বপ্ন থাকলেও একটি আসরে খেতাব জয় করতে পারেনি। লিগ জয় নিয়ে এখনও চলছে মামলা। ওই সব ভুলে নতুন উদ্যমে মরশুমে দ্বিমুকুট জয়ের স্বপ্ন নিয়ে বড় বাজেটের দল গড়লো ফরোয়ার্ড ক্লাব। গেলোবারের বেশীরভাগ ফুটবলারদের ধরে রেখে নতুন প্রতিভাবান ফুটবলারদের মনিপুর থেকে এনে শক্তি অনেকটায় বাড়ালো দল। কোচের পাশাপাশি কর্মকর্তারাও দ্বিমুকুট জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে গোটা দল সতর্কতায় মোড়া। কোচ থেকে কর্মকর্তারা যথেষ্ট সিরিয়াস। ফুটবলারদের খেপ খেলা বন্ধ করা নিয়েও যথেষ্ট সতর্ক। শুক্রবার স্থানীয় একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে একথা জানান দলীয় কর্তারা। এবছর দলকে নেতৃত্ব দেবেন রতন কিশোর জমাতিয়া। ডেপুটি হিসাবে থাকবেন মনিপুর থেকে আসা ইয়ামি লংভা। এদিন রাতেই ফুটবলারদের নিয়ে হয় বিশেষ বৈঠক। তাতে মরশুম চলাকালিন কোনও ফুটবলার যাতে খেপ না খেলে তার হুলিয়া জারি করে দিলেন কর্তারা। ১৬ আগস্ট রাখাল শিল্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরোয়ার্ড ক্লাব খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। ওই ম্যাচের আগে ২১ জন ফুটবলারকে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন ময়দানের লাকি কোচ সুভাষ বসু। প্রস্তুতি ম্যাচেও গোটা দলকে দারুন ছন্দে লক্ষ্য করা গেছে। এবছর ক্লাবের জার্সি স্পনসর করে ‘সিনটেক্স হিরো’। সংস্থার এরিয়া ম্যানেজার দীপক শর্মা স্পষ্টভাবেই বলেন,”ত্রিপুরার খেলাধূলার উন্নতির জন্য আমার সংস্থা সবসময়ই পাশে ছিলো এবং থাকবে”। ২২ লাখ টাকা বাজেটের দলে মনিপুরের ১০ জন এবং মিজোরামের ১ জন ফুটবলার রয়েছে। শিল্ডের পারফরম্যান্স দেখেই লিগে কোচের পরামর্শ নিয়ে শক্তি বাড়ানো হতে পারে বলে জানান পার্থ সারথি গুপ্ত। মুখে কিছু না বললেও কোচ ইঙ্গিত দেন দলের মাঝমাঠের ফুটবলাররা হতে পারে সাফল্যের চাবিকাঠি। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন অমল বনিক, অনুপ ঘোষ এবং বাসু দেব চৌধুরি। ফরোয়ার্ড দল: অমিত জমাতিয়া, বুলেমনি জমাতিয়া, রতন কিশোর জমাতিয়া (অধিনায়ক), ইয়ামি লংভা (সহ অধিনায়ক), সুকান্ত জমাতিয়া, বিনোদ কুমার জমাতিয়া, জাবেদ ডার্লং, সি সিয়ামা, শুভম চৌধুরি, সাবাত জমাতিয়া, বয়ার জমাতিয়া, ভক্ত সাধন জমাতিয়া, শেঠরিমায়ুম , নিংগোবাম সিং, মোরেংথেম সিং, চোংথাং সিং, কবিরাজ সিং, নিংথোংজাম সিং, টুটু সিং এবং লাল রিন জোয়ালা। কোচ : সুভাষ বসু, ম্যানেজার শুভম গুপ্ত।
2023-08-11

