পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর

আগরতলা,১১ আগস্ট: পানীয় জলের দাবিতে সোনামুড়া – বক্সনগর পথ অবরোধ করেন প্রমিলা বাহিনী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশনের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় প্রতিনিয়ত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন প্রমিলা বাহিনী।

অবরোধকারীদের অভিযোগ,দীর্ঘ দিন যাবৎ এলাকায় মিলছে না পানীয় জল।ফলে নিত্য দিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।