নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার সংসদে হাজির হয়ে ২ ঘণ্টা ১৩ মিনিট বক্তব্য রাখেন। যার মধ্যে শেষের মাত্র কয়েক মিনিট মণিপুরের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে প্রধানমন্ত্রী মোদীর জবাবি বক্তব্য নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিন তিনি বলেন, “মণিপুর যখন জ্বলছে, সেখানকার মহিলাদের উপর অত্যাচর করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এমন হালকা মেজাজ থাকা উচিত নয়। ভারতের একটি রাজ্যে যখন এই পরিস্থিতি, তখন হেসে হেসে মজার জোকস বলেন প্রধানমন্ত্রী।” ভারতের প্রধানমন্ত্রীকে এসব শোভা পায় না বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে মোদী ফিরবেন কি না, সেটা বড় কথা নয়। মণিপুর জ্বলছে, সেখানে মহিলা, শিশু সবার প্রাণ যাচ্ছে, অত্যাচার হচ্ছে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কেন বক্তব্যের শেষ ভাগে উল্লেখ করলেন বলে প্রশ্ন তোলেন রাহুল। মণিপুরের বিষয় উল্লেখ না করে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হাসছিলেন বলে শুক্রবার সাংবাদিক বৈঠক কটাক্ষ করেন রাহুল গান্ধী।

