নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): আইপিসি-তে নতুন বিল দেশদ্রোহের অপরাধকে সম্পূর্ণরূপে বাতিল করবে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় ন্যায় সংহিতা বিল (২০২৩), ভারতীয় সাক্ষ্য বিল (২০২৩) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল।নিয়ে কথা বলেন। লোকসভায় তিনি বলেছেন, “১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুযায়ী কাজ করেছিল। তিনটি আইন প্রতিস্থাপন করা হবে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হবে।”
তিনি বলেছেন, এই আইনের অধীনে আমরা দেশদ্রোহের মতো আইন বাতিল করছি। এই বিলের অধীনে, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে দোষী সাব্যস্ত হওয়ার অনুপাত ৯০ শতাংশের উপরে নিয়ে যেতে হবে। সেজন্য, আমরা একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে এসেছি যে যে ধারাগুলিতে ৭ বছর বা তার বেশি জেলের বিধান রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে ফরেনসিক দলের অপরাধের দৃশ্যে পরিদর্শন বাধ্যতামূলক করা হবে।

