আগরতলা ,১১ আগস্ট : লোক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ত্রিপুরা লোক সংস্কৃতি সংসদ রাজ্যব্যাপী অনুর্ধ ১৪ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে লোক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার জন্য ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রায় আড়াইশ ছেলে মেয়ে নাম নথিভুক্ত করেছে। প্রাথমিক বাছাই পর্বের কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। ৬ আগস্ট উদয়পুরে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। পরবর্তী সময় অমরপুর ও মেলাঘরে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ের বাছাই পর্বের কাজ শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আগরতলা শহরের শিশু উদ্যানে ফাইনাল শো অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার হিসাবে প্রদান করা হবে। এছাড়াও চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারিকে দুই হাজার টাকা করে নগদ অর্থ ও অভিজ্ঞানপত্র দেওয়া হবে। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ত্রিপুরা লোক সংস্কৃতি সংসদের সভাপতি অরুন নাথ।
2023-08-11